মতিউর রহমান
জন্ম ১৯৪৬, ঢাকা
সম্পাদক ও প্রকাশক — প্রথম আলো
ব্যক্তিগত তথ্য
নাম | মতিউর রহমান |
জন্মতারিখ | ২ জানুয়ারি ১৯৪৬ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সম্পাদক ও লেখক |
পুরস্কার | র্যামন ম্যাগসাইসাই ২০০৫ |
দাম্পত্যসঙ্গী | মালেকা বেগম |
সন্তান | এক মেয়ে (মহসীনা বেগম) ও এক ছেলে (মাহমুদুর রহমান) |
কর্মজীবন
১৯৯৮—বর্তমান | দৈনিক প্রথম আলো সম্পাদক ও প্রকাশক |
১৯৯২—১৯৯৮ | দৈনিক ভোরের কাগজ সম্পাদক |
১৯৭০—১৯৯১ | সাপ্তাহিক একতা সম্পাদক ও প্রকাশক |
জীবনী: সংক্ষেপিত
মতিউর রহমান (জন্ম ১৯৪৬) সম্পাদক, প্রকাশক ও লেখক। প্রিন্ট ও অনলাইন মিলিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পাঠকপ্রিয় দৈনিক ‘প্রথম আলো’র সম্পাদক ও প্রকাশক। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের বনিয়াদি পর্বের সেই ষাটের দশকে একজন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী ছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে ছিলেন সাপ্তাহিক ‘একতা’র সম্পাদক, এরপর দায়িত্ব পালন করেছেন দৈনিক ‘ভোরের কাগজ’–এর সম্পাদক হিসেবে। বাংলাভাষায় সংবাদপত্রকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রেখেছেন বিশেষ ভূমিকা।
২০০৫ সালে ফিলিপাইনের ম্যানিলা থেকে ‘সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ’–এ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন। বই পড়া, গান শোনা ও চিত্রকর্ম সংগ্রহ তাঁর প্রধান শখ। ছিলেন ব্র্যাকের গভর্নিং বডির সদস্য।
ডিজিটাল যুগে ছাপা সংবাদপত্রের নতুন পথ প্রবর্তনে বাংলাদেশে অন্যতম পথনির্দেশক। রচিত ও সম্পাদিত মিলিয়ে ত্রিশের বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সাবেক সভাপতি এবং ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (INMA) দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালকমণ্ডলীর সদস্য। সেই সঙ্গে মিডিয়াস্টার লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড ও আয়না ব্রডকাস্টের (এবিসি রেডিও) পরিচালকের দায়িত্ব পালন করছেন।