বই: একলা মানুষ কবরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ২০২১
সাক্ষাৎকার গ্রহীতা: মতিউর রহমান
বিষয়বস্তু:
১৭ এপ্রিল ২০২১ সালে পরপারে পাড়ি দেন চলচ্চিত্রজগতের ‘মিষ্টি মেয়ে’ কবরী। অনেক সাফল্য ও স্বীকৃতির পালক যুক্ত হয়েছিল এই অভিনেত্রীর মুকুটে। যুক্ত ছিলেন রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে। পাশাপাশি প্রথম আলোর নানা কার্যক্রমে যুক্ততার সুবাদে সম্পাদক মতিউর রহমানের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। প্রথম আলো ঈদসংখ্যার জন্য কবরীর একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন মতিউর রহমান। সেখানে উঠে এসেছিল কবরীর ব্যক্তিগত ও পারিবারিক আনন্দ-বেদনা, তাঁকে নিয়ে প্রচার-অপপ্রচার এবং তাঁর স্বপ্নের কথা। কবরীর মৃত্যুতে সেসব স্মৃতি চারণ করে মতিউর রহমান লিখেছিলেন একটি স্মৃতিলেখাও। কবরীর সাক্ষাৎকার ও মতিউর রহমানের স্মৃতিলেখাটি একত্র করে প্রকাশিত একলা মানুষ কবরী বইটি এই অভিনেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।