ইতিহাস সৃষ্টিতে এককভাবে কোন ব্যক্তির ভূমিকা কতখানি, তা নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক আছে। তবে যা নিয়ে বিতর্ক নেই তা হলো, কোনো কোনো ব্যক্তিত্বের অবদান ইতিহাসের গতিধারা নির্ধারণে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখে। সে ভূমিকা কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষ। আমাদের এই ভূখণ্ডের সাম্প্রতিক ইতিহাসও এমন কয়েকজন ব্যক্তিত্বের অবদানে সমৃদ্ধ, উজ্জ্বল; আমাদের সাহিত্য, শিল্প, সমাজ, রাজনীতি তথা জীবনের নানা ক্ষেত্রে যাঁরা যুগান্তর এনেছেন। এমন কয়েকজন ব্যক্তিত্বের কথাই অন্তরঙ্গ স্মৃতিচারণার ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে এ বইয়ের লেখাগুলোয়।