বই: বাংলাদেশের নায়কেরা
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: 2017
সম্পাদক: মতিউর রহমান
বিষয়বস্তু:
কিছু কিছু মানুষ জাতি হিসেবে আমাদের দিয়েছেন সম্মান, গৌরব আর আত্মমর্যাদা। তাঁদের কেউ ইতিহাসের পথ পেরোতে সাহাঘ্য করেছেন আমাদের। সারা বিশ্বে কেউ ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সুনাম। কেউ গড়ে তুলেছেন আমাদের মন। তাঁরা আমাদের নায়ক। তাঁদের এগিয়ে যাওয়ার পথ ছিল কঠিন, কিন্তু তাঁরা ছিলেন একাগ্র। নিজেদের জবানিতে তাঁদের পথ পেরোনোর গল্প নিয়ে এ বই।